Translate

আইফোন-১১, দাম-সহ বিস্তারিত তথ্য জেনে নিন | Iphone 11 price in bd

আইফোন-১১, দাম-সহ বিস্তারিত তথ্য


বিশ্ব মোবাইল বাজারে আইফোন এর চাহিদা একটু বেশি বলা চলে।  ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর আইফোন ১১, ১১ প্রা ও ১১ প্রা মাক্স উন্মোচন করেছে অ্যাপেল । 
শুরুর দিকে বাংলাদেশে আইফোন ১১, ১১ প্রা ও ১১ প্রা মাক্স এর দাম বেশি থাকলেও এখন কিছুটা কমেছে । তাই নিচে আপনাদের জন্য আইফোন ১১, ১১ প্রা ও ১১ প্রা মাক্স এর ফিচার সুমহ ও দাম
এবং কোন দোকান থেকে অরজিনাল আইফোন কিনতে পারবেন বিস্তারিত দেয়া হল। 


ফিচার সুমহ: 

  • আইফোন ১১ -এ একটি এ-১৩ বায়োনিক চিপ রয়েছে
  • সংস্থার দাবি, বিশ্বের দ্রুততম সিপিইউ আর দ্রুততম জিপিইউ রয়েছে এই ফোনে। ফোনটি চলবে আইওএস-১৩ অপারেটিং সিস্টেমে।
  • আইফোন ১১-এর বেস ভেরিয়েন্টে থাকছে ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
  • আইফোন ১১ পাওয়া যাবে মোট ছ’টি রঙে
  • আইফোন ১১-এ থাকবে একটি ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে।
  • আইফোন ১১-এ রয়েছে ১২ মেগাপিক্সেল এর দুটি ক্যামেরা।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ১১-এর দাম শুরু হচ্ছে ৬৯৯ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা থেকে।

অ্যাপল 'জেনুইন আইফোন ডিসপ্লে বিষয়ে' নামে একটি নতুন ঘোষণা দিয়েছে তাদের ওয়েবসাইটে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স-এর ক্রেতাদের সাবধান করে দিচ্ছে। কী সেই সাবধানতা? সেটি হলো, আপনি যদি আইফোন ১১-এর মালিক হন এবং যদি আপনার ফোনের ডিসপ্লে ভেঙে যায় তবে অতি অবশ্যই অ্যাপল অনুমোদিত কারিগর দিয়ে অ্যাপল অনুমোদিত যন্ত্র ব্যবহার করে অ্যাপলের জেনুইন ডিসপ্লে ব্যবহার করেই সারাই করতে হবে 

যদি এর কোনো একটা আপনি না মানেন তাহলে আপনার ফোনের হোম স্ক্রিনে একটি নোটিশ  ঝুলে থাকবে চারদিন। সেখানে বলা থাকবে এই ডিসপ্লেটি অ্যাপল চিনছে না।

অ্যাপল বলছে, একটি আইফোন ১১ ডিসপ্লে প্রতিস্থাপন করতে লাগবে ১৯৯ ডলার, আইফোন ১১ প্রো ডিসপ্লে প্রতিস্থাপন করতে ২৭৯ ডলার এবং আইফোন ১১ প্রো ম্যাক্স ডিসপ্লে প্রতিস্থাপনের জন্য ৩২৯ ডলার লাগবে। আপনি যদি অ্যাপল কেয়ার+ সেবাটি কেনেন তাহলে অবশ্য ২৯ ডলারেই বদলে নিতে পারবেন ডিসপ্লে। কিন্তু ওই অ্যাপল কেয়ার সেবা কিনতে আপনার লাগবে ১৯৯ ডলার।

বাংলাদেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান আইফোনের জন্য বিক্রয়পরবর্তী সেবা দিয়ে থাকে। দেশে বহুল ব্যবহৃত আইফোন মডেলগুলোর ডিসপ্লের জন্য যেখানে অ্যাপলের জন্য নির্ধারিত খরচে ডিসপ্লে বদলে নেওয়া যায়। আর ওই খরচের চেয়ে অনেক কম খরচে ডিসপ্লে পাল্টে নেওয়া যায় ফোন সারাইয়ের দোকান থেকে যেগুলো অ্যাপল অনুমোদিত নয়। একই পরিস্থিতি দেশের বাইরেও।

তাই সাবধানে আইফোন ব্যবহার করাটাই ভাল। খেয়াল রাখতে হবে ফোনে যেন কখন হাঁট থেকে পরে না যায়। 

ছবিতে ক্লিক করে ভিডিও টি দেখতে পারেন 


ধন্যবাদ সবাইকে ! 


Post a Comment

0 Comments