Translate

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় যে ১২ টি তথ্য জানতেই হবে | 12 Tips for Buying a Used Car



আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করে থাকি। কিন্তু সেক্ষেত্রে  গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে রাখা উচিত। যদি সেটা না করি তবে লাভের চেয়ে লসই বেশি হবে। যারা কম বাজেটের মধ্যে একটি পুরাতন গাড়ি  কিনতে চাচ্ছেন তারা যেন ভাল গারিটি কিনতে পারেন এই জন্যই আজকের পোষ্টটি করা। চলুন দেখে আসি সেকেন্দ হ্যান্ড গাড়ি কেনার সময় কি কি  পরীক্ষা করতে হবে।


যেসব গুরুত্বপূর্ণ বিষয় দেখে গাড়ি কিনতে হবেঃ 

  • গাড়ির ফিটনেস ঠিক আছে কিনাঃ 
গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা তা অবশ্যই দেখে নিবেন। ফিটনেস বিহীন গাড়ি কখনোই কিনতে যাবেন না । 
  • অভিজ্ঞ কাউকে সাথে রাখুনঃ 
এমন কাউকে সাথে রাখুন যে গাড়ি সম্পর্কে ভাল বুঝে । তাহলে র গাড়ি কিনে লস গুন্তে হবেনা। তাই অবশ্যই অভিজ্ঞ কাউকে সাথে রাখুন। 
  • গাড়ির চাকা পরিক্ষা করুনঃ 

গাড়ির টাইয়ার চেক করে গাড়ি কিনুন । গাড়ির চাকা যদি অনেক বেশি ক্ষয় থাকে তবে সেই গারি না কেনাই ভাল । পারলে গাড়ির মালিকের থেকে গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেখে নিন। 

  • হেডলাইট, মিরর, উইপার চেক করুনঃ
গাড়ি কেনার সময় হেড লাইট , মিরর এবং উইপার অবশ্যই চেক করে কিনবেন কারণ গাড়ি যদি এক্সিডেন্ট করে থাকে তবে এগুল ফাটা বা ভাঙ্গা থাকবে।
  • গাড়ির ইন্টেরিওর চেক করুনঃ 
গাড়ির ইন্টেরিওর অবশ্যই পরীক্ষা করে তারপর গাড়ি কিনবেন । এতে করে পরে আর আপনাকে ঝামেলা পোহাতে হবে না । 
  • যান্ত্রিক সমস্যা আছে কিনাঃ 

গাড়িতে কোন যান্ত্রিক সমস্যা আছে কিনা তা পরিক্ষা করে গাড়ি কিনুন। গাড়ির ইঞ্জিন চালু করে ভাল করে পর্যবেক্ষণ করুন ।
  • ফ্রেম চেক করুনঃ 
গাড়ির ফ্রেম চেক না করে কখনোই গাড়ি কিনবেন না , গাড়ির নিচে চেক করে দেখুন কোথাও মরিচা পড়েছে কিনা অথবা কোথাও সিদ্র আছে কিনা। এটা অনেক গুরুত্ব পূর্ণ তাই অবশ্যই এগুলো দেখে গাড়ি কিনুন। 
  • গাড়ি চালিয়ে পরীক্ষা করুন ঃ 
গাড়ি কেনার সময় ড্রাইভ করে দেখুন। নিজে না পারলে জার গাড়ি তাকে বলুন গাড়ি চালিয়ে দেখাতে। তাতে করে আপনি বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন কেমন । তাই অবশ্যই গাড়ি চালিয়ে দেখবেন। 
  • ডিপস্টিক টেনে চেক করুনঃ 
গাড়ির ইঞ্জিনের অয়েল ফিলাপ ক্যপ সরিয়ে দেখুন । যদি ভিতরে ফোমের মত কিছু দেখেন তবে সেই গাড়ি না কেনাই ভাল। ডিপস্টিক টেনে ভাল করে চেক করে দেখুন । 
  • গাড়ির সার্ভিসিং হিস্ট্রি জানুনঃ 

গাড়িটি কতবার সার্ভিস করা হয়েছে এবং কোন কোন পার্টসের সার্ভিস করা হয়েছে সেটা জেনে নিন । আর গাড়ির যেসব পার্টসে সমস্যা আছে তা লিস্ট করে রাখুন । গাড়ির ফিটনেস পেপার অবশ্যই দেখে নিবেন। 
  • গাড়ির হুডের নিচে চেক করুনঃ 
সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে ভাল করে পর্যবেক্ষণ করে কেনাই উত্তম। গাড়ির হুডের নিচে ভাল করে চেক করে দেখুন সেখানে কোন কিছু নষ্ট বা জং ধরেছে কিনা। 

  • গাড়ির কাগজ দেখে কিনুনঃ 
সবচেয়ে গুরুত্ব পূর্ণ বেপার হল গাড়ির কাগজ ঠিক আছে কিনা সেটা দেখা । এই গাড়ির নামে কোন মামলা আছে কিনা অথবা গাড়িটি এক্সিডেন্ট করেছে কিনা, ইন্সুরেঞ্চ ঠিক আছে কিনা এসব দেখে কিনা। 

এসব বিষয়গুলো দেখে অ পরীক্ষা করে পুরাতন গাড়ি কিনেও আপনি লাভবান হতে পারেন। আপনার সদ্য কেনা গাড়িটি নিয়ে নিরাপদ হোক আগামীর পথচলা।


Post a Comment

0 Comments