Translate

Facebook নিয়ে এল Messenger Rooms

 নতুন ভিডিও কনফারেন্স অ্যাপ লঞ্চ করেছে Facebook। নতুন Messenger Rooms অ্যাপ ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ 50 জন ভিডিও কনফারেন্স করতে পারবেন।Facebook অ্যাকাউন্ট না থাকলেও এই পরিষেবা ব্যবহার করা যাবে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই বিশ্বব্যাপী ভিডিও কনফারেন্সের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। এতদিন এই বিভাগে  Zoom-এর কোন শক্তি প্রতিযোগী ছিল না। যদিও হাত গুটিয়ে বসে থাকতে নারাজ বিশ্বের এক নম্বর সোশ্যাল মিডিয়া কোম্পানি Facebook

Messenger Rooms-এ থাকছে বিভিন্ন সোশ্যাল ফিচার। জাকারবার্গ বলেন, ““অনেক স্বতঃস্ফূর্তভাবে ডিজাইন হয়েছে এই অ্যাপ।” এই পরিস্থিতিতে আমরা জীবনের অনেক কিছুই মিস করছি। বাড়ির সোফায় বসে বন্ধুরের আমন্ত্রণ পাঠিয়ে সহজেই আড্ডা শুরু করা যাবে।”


Messenger Rooms-এর কথাবার্তা শুনবে না Facebook। যে ব্যক্তি ভিডিও কনফারেন্স শুরু করবেন তিনি চাইলে কনফারেন্স থেকে যে কোন সদস্যকে বাইরে পাঠাতে পারবেন।
বিশ্বব্যাপী মোট 250 কোটি গ্রাহক Messenger ব্যবহার করেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবার কাছে এই ফিচার পৌঁছে যাবে।

Post a Comment

0 Comments