Translate

ফেসবুক শর্টকাট কি ! Facebook Shortcut Key



সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এ অনেক ধরনের ফিচার রয়েছে যা ফেসবুক ব্যবহার করাকে আর ও সহজতর করে তুলবে সবাইকে।এই ফেসবুক কেও ফোনে, কম্পিউটার বা লেপটেপ এ ব্যবহার করে থাকি।
যারা ফেসবুক কম্পিউটার ডেস্কটপ এ ব্যবহার করে থাকেন তারা সহজে কিছু শর্টকাট ব্যবহার করে ফেসবুক চালানো সহজ করেতে পারন।
এখানে আপনি যদি ডেস্কটপ এ ফায়ারফক্স ব্যবহার করে থাকেন তাহলে নেচের যে শর্টকাট কি গুলো আছে সেগুলোর সঙ্গে (Shift) প্রেস করতে হবে।যেমনঃ Shift + Alt + 1 প্রেস করার সাথে সাথে চলে যাবে ফেসবুক হোম পেজ এ।
আর এখানে আপনি যদি ডেস্কটপ এ গুগল ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে নেচের যে শর্টকাট কি গুলো আছে সেগুলো শুধু Alt + 1 প্রেস করতে হবে।যেমনঃ Alt + 1 প্রেস করার সাথে সাথে চলে যাবে ফেসবুক হোম পেজ এ।
শর্টকাট গুলো হলঃ  
আপনি যদি Alt + 1 প্রেস করেন তাহলে চলে যাবে ফেসবুক হোম পেজ এ।
আপনি যদি Alt + 2 প্রেস করেন তাহলে চলে যাবে ফেসবুক প্রোফাইল ওয়াল।
আপনি যদি Alt + 3 প্রেস করেন তাহলে চলে যাবে আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে সেই লিস্ট এ।
আপনি যদি Alt + 4 প্রেস করেন তাহলে চলে যাবে মেসেজ পাঠালো কে আপনাকে।
আপনি যদি Alt + 5 প্রেস করেন তাহলে চলে যাবে আপনার নোটিফিকেশন বস্ক এ।
আপনি যদি Alt + 6 প্রেস করেন তাহলে চলে যাবে আপনার অ্যাকাউন্ট সেটিংসে এ।
আপনি যদি Alt + 7 প্রেস করেন তাহলে চলে যাবে আপনার অ্যাকাউন্ট প্রাইভেসি সেটিংস এ।
আপনি যদি Alt + 8 প্রেস করেন তাহলে চলে যাবে আপনার ফ্যান পেইজ এ।
আপনি যদি Alt + 9 প্রেস করেন তাহলে চলে যাবে আপনার রেসপনসিবিলিটি এ।
আপনি যদি Alt + 0 প্রেস করেন তাহলে চলে যাবে আপনার হেল্প সেন্টার এ।
আপনি যদি Alt + m প্রেস করেন তাহলে চলে যাবে আপনার মেসেজ বক্স এ

ParoshBlock

Post a Comment

0 Comments